Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

গাছ আমাদের বন্ধু | কলমে ~ গোবিন্দ মোদক | নীরব আলো

 

গাছ আমাদের মিতা ও ভাই
গাছই মাতা পিতা, 
গাছকে সম্মান করতে শেখো
যেমন করো গীতা ।

প্রাগৈতিহাসিক যুগ থেকে 
গাছ আমাদের সাথী, 
অক্সিজেন যোগাচ্ছে সে
সারা দিবস রাতি।

মুখের খাবার যোগাচ্ছে গাছ 
ফল ফুলও দিচ্ছে ,
একই সাথে দূষিত বায়ু 
সবই শুষে নিচ্ছে। 

প্রকৃতির ভারসাম্য রেখে 
গাছ যে দেয় সেবা,
মানুষের এমন শ্রেষ্ঠ বন্ধু 
আছে আর কে বা !!

         গোবিন্দ মোদক  
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu