জন অরণ্য, মহা অরণ্য
সবুজ হেথায় ফিকে-
মহা কলরব, হাহাকার রব
উঠছে দিকে দিকে।
নতুন শহর, বৃদ্ধির বহর
চারিদিকে ধোঁয়া কালো-
অমলা, ধবলা, প্রকৃতি শ্যামলা
খুইয়েছে তার ভালো।
নদীর দু'পাড়ে, শহুরে বাহারে
আলো ঝলমলে রাত্রি-
হারিয়ে দু'কুল, জল কুলকুল
নদী আজ নীরব যাত্রী।
নেই গাছের ছায়া, শীতল মায়া
নেই গ্রামের ধারের বন্য-
ভাটিয়ালি সুর, আজ বহুদূর
আজ জীবনের রঙ ও অন্য।
সবুজের ক্ষরা, বিবসনা ধরা
ভ্রুক্ষেপহীন সভ্য-
এক সাথে জুটে, নিল লুটে পুটে
ধরার অমূল্য দ্রব্য।
হাহাকার রব, মানুষের শব
মা ধরণীকে হেলাফেলা-
একসাথে মিশে, নিজেদের বিষে
শুরু করেছে মারণখেলা।
মা'র পা ছুঁয়ে, গড় করে ভুঁয়ে
ফেরাও ধরণীর ধন-
গাছে-ফুলে-ফলে, বাতাসে বা জলে
আবার ভরুক মায়ের মন।
সবুজ হেথায় ফিকে-
মহা কলরব, হাহাকার রব
উঠছে দিকে দিকে।
নতুন শহর, বৃদ্ধির বহর
চারিদিকে ধোঁয়া কালো-
অমলা, ধবলা, প্রকৃতি শ্যামলা
খুইয়েছে তার ভালো।
নদীর দু'পাড়ে, শহুরে বাহারে
আলো ঝলমলে রাত্রি-
হারিয়ে দু'কুল, জল কুলকুল
নদী আজ নীরব যাত্রী।
নেই গাছের ছায়া, শীতল মায়া
নেই গ্রামের ধারের বন্য-
ভাটিয়ালি সুর, আজ বহুদূর
আজ জীবনের রঙ ও অন্য।
সবুজের ক্ষরা, বিবসনা ধরা
ভ্রুক্ষেপহীন সভ্য-
এক সাথে জুটে, নিল লুটে পুটে
ধরার অমূল্য দ্রব্য।
হাহাকার রব, মানুষের শব
মা ধরণীকে হেলাফেলা-
একসাথে মিশে, নিজেদের বিষে
শুরু করেছে মারণখেলা।
মা'র পা ছুঁয়ে, গড় করে ভুঁয়ে
ফেরাও ধরণীর ধন-
গাছে-ফুলে-ফলে, বাতাসে বা জলে
আবার ভরুক মায়ের মন।
~ ডঃ চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায়
© Copyright Protected
0 Comments