Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবা | অঙ্কন ও কলমে ~ আশীষ কুন্ডু | নীরব আলো


ছোটবেলা বাবা মানে -
ভয়ংকর রোদ্দুর,
এত তেজ, 
ছায়া খুঁজতে মায়ের মেঘলা আঁচল!
যৌবনে বাবা মানেই-
প্রতিপক্ষ, সব কিছুতেই ভিলেন,
বরং মোলায়েম নতুন সম্পর্কগুলো!
এখন বাবা মানে-
হারিয়ে যাওয়া ছাত, 
মহীরূহের ছন্দপতন, 
চলমান ঝাপসা অতীতের এক চওড়া কাঁধ! 
বড় ইচ্ছে করে শৈশবে ফিরতে!
যখন রাতে আধোঘুমে-
গায়ের চাদর জড়িয়ে দেওয়ার জন্য,
পরিশ্রম ক্লান্ত বাবাকেই পাবো।

         ~ আশীষ কুন্ডু
© Copyright Protected




 

Post a Comment

0 Comments

Close Menu