Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

উদ্বাস্তু | কলমে ~ প্রতীক হালদার | নীরব আলো

 

পুরানো স্মৃতিরা আসে ফিরে ফিরে মন খারাপের দিনে,
ফেলে আসা সেই শৈশবকে আজও রেখেছে মনে।
বইছিল দিন, দারুণ রঙিন হৃদয় ছিল রেঙে,
পরিবর্তনের জোয়ার এসে স্বপ্ন  দিল ভেঙে।
ছাড়তে হল বসত বাড়ি, দেশটা হল ভাগ,
আইন-কানুন বুঝিনা কিছুই, হচ্ছিল শুধু রাগ।
কিছু লোক মিলে প্রিয় বাড়িটাকে করল জবর দখল,
বাড়িটা নাকি ছিল না মোদের দলিল সবই নকল।
ছেড়ে দিতে হল সাধের বাড়িটা  কান্না নামল চোখে,
দলে দলে সব চললাম হেঁটে অজানার পথে পথে।
অচেনা দেশেতে হল আশ্রয়, আমরা নাকি উদ্বাস্তু,
বন-জঙ্গল পরিষ্কার করে গড়ল নতুন বাস্তু।
খিদের জ্বালা সয় না যে পেট, আগুন কেবল জ্বলে,
আধপেটা খেয়ে কোনওরকমে দিনগুলো বয়ে চলে।
কত মানুষ যে ওই দেশভাগে হয়েছে স্বজন-হারা,
সহায়-সম্বলহীন মানুষগুলো  হয়েছে দিশেহারা।
প্রিয় বন্ধুটাকে দেখার জন্য মনটা আজও কাঁদে,
ফেলে আসা সব অতীত স্মৃতিরা এই মনেতে জাগে।
এখনও নাকি আমি উদ্বাস্তু, ওটাই আমার পরিচয়,
মনুষ্যত্ব দিয়ে মানুষের মন করতে পারিনি জয়।।

         ~ সুস্মিতা চক্রবর্তী
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu