Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

পিতা | কলমে ~ জয়দেব বেরা(রামধনু) | নীরব আলো

 

সবার কাছে প্রিয় হল
তার নিজ নিজ পিতা;
পিতাই, মাতার মতো
তার সন্তাদের কাছে একমাত্র মঙ্গলদাতা।।
পিতাই শেখায় সর্বদা
অজানা কে জানতে,
তাই পিতা সম নেই আর
কোন মানব, পৃথিবীর কোন প্রান্তে।।
পিতা দুঃখের সব যন্ত্রনা সহ্য করে ,
দিয়ে যায় তার সন্তাদের বুকভরা ভালোবাসা;
সন্তান যাতে মানুষের মত মানুষ হয় 
এটাই সর্ব পিতার আশা।।
তাই বলি, হে পিতা
তুমি নয় কেবলমাত্র একজন পিতা,
তুমি হচ্ছে সমস্ত সন্তানের কাছে
পরিত্রাতা, মঙ্গলদাতা ও বিধাতা।।

         ~ জয়দেব বেরা(রামধনু)
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu