"মরুবিজয়ের কেতন উড়িয়ে দাও দাও দাও হে প্রবল প্রাণ "
চারিদিকে আনো সবুজ, সবুজের
আলোয় ভরাও মনপ্রাণ।
প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করো এ পৃথিবী কে,
গাছ লাগাও, জল দাও, বাঁচাতে পারবে সবাই কে।
পায়ের তলায় নরম তৃণ, ওপরে বিশাল নীলাকাশ,
জীবন হবে স্নিগ্ধ, সুন্দর, কোথাও থাকবে না ভয়ের আভাস।
গাছ আমাদের জীবন, সপ্তাহে একটি করে গাছ লাগাও,
নতুন প্রজন্ম কে গর্ব করে তোমার সাফল্য দেখাও।
তারাও শিখবে কেমন করে জীবন বাঁচাতে হয়,
দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, অন্তরে সদা বয়।
চারিদিকে আনো সবুজ, সবুজের
আলোয় ভরাও মনপ্রাণ।
প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করো এ পৃথিবী কে,
গাছ লাগাও, জল দাও, বাঁচাতে পারবে সবাই কে।
পায়ের তলায় নরম তৃণ, ওপরে বিশাল নীলাকাশ,
জীবন হবে স্নিগ্ধ, সুন্দর, কোথাও থাকবে না ভয়ের আভাস।
গাছ আমাদের জীবন, সপ্তাহে একটি করে গাছ লাগাও,
নতুন প্রজন্ম কে গর্ব করে তোমার সাফল্য দেখাও।
তারাও শিখবে কেমন করে জীবন বাঁচাতে হয়,
দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, অন্তরে সদা বয়।
~ রীতা বসু
© Copyright Protected
0 Comments