বীরসিংহের বীর তুমি, নারীর তুমি প্রগতি।
বুকে ভরা সাহসে করেছ পার নদী দামোদর ।
শিক্ষা প্রসারের লক্ষ্যের ভার কাঁধে করে,
গঞ্জে গড়েছো কত স্কুল-কলেজে।
আলোয় ভরিয়ে দিয়ে বঞ্চিত সমাজের,
শ্রমজীবী মানুষের দয়ার সাগর এ।
করেছ চিকিৎসা দরিদ্র সাঁওতাল,
শিক্ষা হোমিওপ্যাথ করা যায় গৃহ তে।
এনেছ কঙ্কাল এ্যানাটমী শিক্ষা।
পাঠ্যপুস্তক থেকে দাও বাদ ধর্মনীতি।
সেক্যুলার এ ভরা ছিল সাগরের পারে।
সুদুরপ্রসারি করেছ সংস্কার।
নারীর মর্যাদা শিক্ষার সম্প্রসারণ
দাঁড়িয়ে আছে সবার পাঠ্য, তোমার ঐ বর্ণপরিচয়।
সে সমাজে ছিল কুলীন অন্ধ গোঁড়া শত শত।
সমাজে ছিল কত বিক্ষোভ দ্বন্দ্ব,
ভরা ছিল সাগরে সংগ্রামী মনস্ক।
আধুনিক বাংলার প্রগতির জনকই।
কৃতিত্বের উপাধি যোগ হলো বিদ্যাসাগরে।
রাস্তার আলোতে পড়া শুরু হলো তাঁর।
আজীবন লড়াই নারীদের অধিকারে।
নারীদের অবিচার যন্ত্রণামুক্ত,
করলেন অবসান বহু কেন বাল্যবিবাহ।
ছোট করে দেখো কেন নারীদের অধিকার।
দরদ দয়া আর সাহসের নেই তাঁর তুলনা।
নারীদের উন্নতি শিক্ষার এক তিনি পথিকৃৎ।
তবেই হবে সমাজ তথা দেশের পরিবর্তন।
মানবতার পূজারী কেন শুধু ধর্মনিরপেক্ষ।
অবসান তাই তুমি করেছ বাল্য বহুবিবাহ।
~ শ্যামল চক্রবর্ত্তী
© Copyright Protected
0 Comments