Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

কী বিপত্তি | কলমে ~ সামসুজ জামান | নীরব আলো

ওখানে কে রে?
-কী করব আর, মাথায় আমার বুদ্ধি-শুদ্ধি
নেইকো বলে হয়েছি নেড়ে!
নাম কী রে তোর?
-না,না, না, আমি করিনি চুরি;
ভাইটা আমার হদ্দ যে চোর!
কোথায় বাড়ি?
-দু এক কেজি নয়কো কিছুই
মিষ্টি খাব দু-চার হাঁড়ি।
বাবার কী নাম?
-তা যদি দাও মন্দ হয় না 
বাসি লুচি আর গোলাপ জাম।
বয়স কত?
-ঠিক বলেছেন, গাছের থেকে 
পড়েই মাথায় হয়েছে ক্ষত।
স্কুলেতে যাস?
-আধঘন্টা সময় দিলেই 
কাটতে পারি দু-বস্তা ঘাস।
ভাই-বোন ক’টা?
-বাবা আমার সন্ন্যাসী গো,
মাথার উপর বিরাট জটা।
সবাই ভাল?
-হ্যাঁ, বোনের রংটা ফর্সা অনেক,
যদি ও আমি একটু কাল।
কানে শুনিস?
-কী যে বল যা-তা কথা;
বয়স আমার মাত্র উনিশ!
ঘাট হয়েছে, এবারে থাম!
-গালি দিও না, দেব থাপ্পর
ভুলে যাবে বাপ-মার নাম!

        সামসুজ জামান
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu