রাজস্থানের মরুভূমিতে হচ্ছে প্রচুর বৃষ্টি।
হিমাচল প্রদেশে উষ্ণতার জেরে রোজ বাড়ছে তাপ,
জুন মাসে জয়শলমিরে ঠান্ডা- বাপরে বাপ!
তামিলনাড়ুর সব নাড়ু স্বাদে ভীষণ ঝাল,
পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে জড়াতে হচ্ছে শাল।
তেলেঙ্গানায় প্রচুর তেল মাখছে নাকি লোকে,
অন্ধ্রপ্রদেশের সবাই কেমন অন্ধ হয়েও দেখে।
কর্নাটকের কুলের টক খেতে খুব তেতো,
পাঞ্জাবের সর্দারজির হারিয়েছে নাগড়াই জুতো।
ওড়িশার দোকান পাট উড়ছে হাওয়ার পারে,
দামি দামি রকমারি হার বিহার তৈরি করে।
ঝাড়খন্ডের কয়লার রং দুধের মত সাদা,
ছত্রিশগড় ছত্রিশ রকমের চেন দিয়ে বাঁধা।
বেনারসের আনারস হচ্ছে দিনরাত চুরি,
কাশ্মীরের রাস্তাজুড়ে বালি ভুরি ভুরি।
আজব দেশের আজব খবর পাচ্ছি আমরা রোজ,
১৪ই নভেম্বর শিশু দিবস নিয়ে আসুক খুশির খোঁজ।
~ সুস্মিতা চক্রবর্ত্তী
© Copyright Protected
6 Comments
Darun Darun
ReplyDeleteBes mojar..
ReplyDeleteখুব আনন্দ পেলাম
ReplyDeleteবেশ ভাল।
ReplyDeleteinformative :-)
ReplyDeleteHa ha ������
ReplyDelete