বন্ধু মানে মিঠে কড়া
জীবন নায়ের সাথী,
বন্ধু মানে সৃষ্টিছাড়া,
আনন্দেতে মাতি।
বন্ধু মানে নন- সিলেবাস
স্কুল গেটের ওই পাড়ে,
আধ খাওয়া সেই আলুকাবলি
খাবলা দিতে পারে।
বন্ধু মানে সাইকেল স্ট্যান্ড,
চাকাতে পাম্প ছাড়া,
চাকা এখন চার চাকা যে,
শুধু ফিরলো নাকো তারা।
পরীক্ষার সেই বিষয় গুলো
খুব এলো কি কাজে,
তবু লুজসিট আর বন্ধুর মুখ
আজও মনে আছে।
আজও হারিয়ে যাওয়া বন্ধু খুঁজি,
পথ চলতির মাঝে,
জীবন অঙ্ক মিলিয়ে দেব
বন্ধুর ধারাপাতে।
~ রাহুল ভট্টাচার্য
© Copyright Protected
0 Comments