বসেই ছিলো মনমরা হয়ে
খেলাম পাতি নিয়ে।
বাবুদের পোষা বেড়ালটি
হেলতে দুলতে যেমনি
আসলো এ পথ দিয়ে।
অমনি উঠলো খুকু বলে-
"পুসি বিড়াল পুসি বেড়াল
করছো তুমি কি?
চেয়ে দেখো
আমার দিকে
- কি এনেছি?
পাকা রুই
ইলিশ মুড়ো
কষা মাংস রেঁধেছি।
আর দুধে ভাতে
আলু দিয়ে
ভাত বেড়েছি।
তুমি কি আমার
সঙ্গী হবে
খেলবে আমার সাথে।
দেখলে জিভে
জল আসবে
যখন পড়বে মুড়ো ভাতে।
~ চাতক পাখি
© Copyright Protected
1 Comments
Khub sundor likhachan didi👏
ReplyDelete