Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

খোকার ভাবনা | কলমে ~ ডাঃ হর্ষময় মণ্ডল | নীরব আলো

ছোট্ট খোকা ভাবছে বসে 
যখন আমি বড় হব 
পৃথিবীটা ঘুরব কসে
ট্রেনে, বাসে চাপবো আমি
এমন কে আছে যে 
আমায় রাখবে বসে।

বাবা কাকা অফিস গেল 
খেয়ে গেল গরম ভাত 
দাদুও বেরোলো ওদের সাথ
রইল পড়ে দিদি দাদা 
ওরাও যাবে কলেজ 
একসঙ্গে সাঁটিয়ে নিল ভাত।

মা, ঠাকুমা, কাকি সবে
আমোদ করতে 
যাবে পাশের বাড়ি
ঘুম পাড়িয়ে যাবে আমায়
কি করি!
অগত্যা ঘুমিয়ে পড়ি।

কবে আমি বড় হব
পড়বো মোটা মোটা বই 
চাকরি পাব অফিস যাব 
বাসবে ভালো 
বাধা দেবে না কেউই।

ঘুমোতে ঘুমোতে দেখল খোকা 
অনেক বছর পরে
হয়েছি আমি অনেক বড় 
চাকরি করি, ট্রেনে চড়ি 
যখন তখন বাইরে ঘুরি
প্রশংসা কুড়োচ্ছি ভুরি ভুরি।

       ডাঃ হর্ষময় মণ্ডল
© Copyright Protected


Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu