আমি এক নারী,
আমরা হলাম সৃষ্টির আধার,
জীবন মোদের সৃজনশীলতায় ভরা।
আমি এক নারী,
আমরা করি পৃথিবীর রূপ দান,
আমাদের রয়েছে অনেক পিছুটান,
আমি এক নারী,
আমরা কাজ করি ঘরে-বাইরে নিরন্তন,
আমরা বাঁচার লড়াই করি প্রাণপণ।
আমি এক নারী,
আমরা চাই বাঁচার অধিকার,
আমরা মরি তিলে তিলে মাঠ-ঘাট প্রান্তর।
আমি এক নারী,
কখনও আমি গৃহশ্রমিক,
কখনও আমি সেবিকা,
কখনও এই সমাজের কাছে,
আমি হলাম একজন পতিতা।
~ মুজিবর রহমান মল্লিক
© Copyright Protected
0 Comments