Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

আমি এক নারী | কলমে ~ মুজিবর রহমান মল্লিক | নীরব আলো



আমি এক নারী,
আমরা হলাম সৃষ্টির আধার,
জীবন মোদের সৃজনশীলতায় ভরা।
আমি এক নারী,
আমরা করি পৃথিবীর রূপ দান,
আমাদের রয়েছে অনেক পিছুটান,
আমি এক নারী,
আমরা কাজ করি ঘরে-বাইরে নিরন্তন,
আমরা বাঁচার লড়াই করি প্রাণপণ।
আমি এক নারী,
আমরা চাই বাঁচার অধিকার,
আমরা মরি তিলে তিলে মাঠ-ঘাট প্রান্তর।
আমি এক নারী,
কখনও  আমি গৃহশ্রমিক, 
কখনও আমি সেবিকা,
কখনও এই সমাজের কাছে,
আমি হলাম একজন পতিতা।

        মুজিবর রহমান মল্লিক
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu