Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

নারী বর্ষ | কলমে ~ রীতা বসু | নীরব আলো


দুই  অক্ষরের নারী, একটি  শব্দ, 
তাতেই  তারা করেছে এই বিশ্বকে জব্দ। 
বহু বীরবালা বীরেন্দ্রপ্রসূতি,
আমরা তাদেরই সন্ততি।
পুরানের সীতা, দ্রৌপদী করেছে পুরুষ  শত্রু নিধন, 
আধুনিক যুগে নারীরা নয় অসহায়, করেছে সমাজকে শোধন।
যুগে যুগে সহ্য করতে হয়েছে কতনা  অত্যাচার,
সব নারী তাই প্রতিবাদ জানিয়ে দাবী  করেছে পুরুষের সম-অধিকার।
নারী মাতা,ভগিনী, নারী আবার  জায়া,
এই নারী আবার অস্ত্র ধরে, দূর করে  সব মায়া।
অনেক লড়াই, সংগ্রাম আর অন্যায়ের পরে, 
৮ই মার্চ সবাই নারী দিবস রূপে পালন করে। 
গোটা  বিশ্ব  নারী জাতিকে জানায় সম্মান,
নারীশক্তি কে হেলা না করে সবাই গায় তার জয়গান।

         সুস্মিতা চক্রবর্ত্তী

© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu