পৃথিবী ভালো থাকুক
সাহেব মান্না
এই পৃথিবী তোমার
এই পৃথিবী আমার।
এই পৃথিবী ভালো থাক
এই পৃথিবী সুন্দর থাক।
এই পৃথিবীতে জল থাক
এই পৃথিবীতে বাতাস থাক।
এই পৃথিবীতে মাটি থাক
এই পৃথিবীতে জীব-জড় সবই থাক।
এই পৃথিবীতে যেন অকাল মৃত্যুর ভয় না থাকে
এই পৃথিবীতে সবাই যেন বাঁচি দীর্ঘ আয়ু নিয়ে।
এই পৃথিবীতে সংসারে সবাইকে পাই যেন পাশে
এই পৃথিবীতে অনাহার যেন না থাকে,
এই পৃথিবীতে হিংসারা যেন না থাকে।
0 Comments