ভালো থেকো প্রকৃতি
রাণা চ্যাটার্জী
"মা মা তুমি শুনে যাও, ওমা জলদি এসো"- টুটুলের হাঁকে সরলা পড়িমরি করে রান্না ঘর থেকে হাজির।
কি রে কোনো বিপদ নাকি!!
না গো মা ,দেখো কি সুন্দর এক ঝাঁক কত রঙিন পাখি পাশের বাড়ির ছাদে কি দারুন জমা জলে ডুবছে আর স্নান করছে।
সামান্য ছবি কিন্তু এই দূষণে ছয়লাফ পরিবেশে এ দৃশ্য সত্যিই স্বর্গীয়।মা অবাক হয়ে দেখার মাঝেই টুটুল ভিডিও করতে লাগলো।করোনা র গৃহ বন্দী অবস্থায় এক ধাক্কায় দিল্লির দূষণ এত কমেছে,গাড়ি চলাচলে রাস এসেছে।সরলা বলল জানিস বাবু আমাদের ছোট তে পরিবেশ এমনই নির্মল ছিল কত পশুপাখি উঠানে ধান খুঁটে খেতে আসতো।
পরের দিন সরলা দেখলো টুটুল কিছু চাল ও গম ছড়াচ্ছে।মন টা খুব খুশি হলো তার,প্রার্থনা করলো মানুষ যেন একটু সচেতন থাকে,সবুজে ভরে প্রকৃতি।
0 Comments