Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ডাকছে সবুজ | সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়

ডাকছে সবুজ
সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়

ব্রহ্মা সৃষ্ট জগৎ বাঁচাতে বিষ্ণুর তৎপরতায়
চলমান,তবু কোনও পাপ যোগে কাল - প্রবাহের খরতায় 
প্রলয়ঙ্কর ভোলানাথ আসি ধ্বংসের লীলা চালায়ে
ঘুণ ধরা প্রাণে নবরূপ দানে ভস্ম করেন জ্বালায়ে।
সেই পুরাণের বেদ বাণী যত মানতে মানুষ পারে না;
জনসংখ্যার বিস্ফোরণেও হার মেনে তবু হারে না!
আরও সুখ চাই,আরও বাসভূমি! গাছপালা আর জলাশয়
নষ্ট করে সে;সবুজে না বুঝে _ নগরায়ণের মহাশয়।
বিষ টানে আর বিষ ছেড়ে যায় প্রশ্বাসে,নিঃশ্বাসে;
ক্যান্সার,শ্বাস - কষ্ট তাতে কি! বিষময় বিশ্বাসে
কলকারখানা বাড়িয়ে তুলছে, ফ্ল্যাটের আঁধার গড়ছে।
একখানি গাছ রোপণেও হেলা!তাই প্রতি পলে মরছে।
মাথাপিছু বুঝি কত বেশি যান - বাহনের পিছে ছুটছে।
একে একে সব স্বার্থী ' আমি '- রা সবুজ রক্ষা না করে
নটরাজ হাতে সঁপে দিল ধরা,প্রলয়ের পথ আঁকড়ে।
বিষের জ্বালানী গলিয়ে ফেলছে বরফের যত চাঁই।
বিশ্বায়নের বদলে বিশ্ব - উষ্ণায়নের স্পাই।
স্বপ্ন - নগরী,পলকের সুখ _ অচিরে সকলই উবিবে;
জলতল উঠে ভাসবে সকলই,ইমারত যত ডুবিবে।
সময় এখনও কিঞ্চিৎ বাকি, ডুবেনি বিশ্ব - মানিক।
বোধোদয় হোক; সবুজশক্তি বাঁচাই যা পারি, খানিক।।

Post a Comment

0 Comments

Close Menu