Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

তুমি যে আমার সুপারহিরো | ঋতম পাল | কবিতা | পিতৃ দিবস

তুমি যে আমার সুপারহিরো
ঋতম পাল

ছোটো থেকেই মাথার ওপর, 
বটবৃক্ষের মতো সে থাকে;
তার ছত্রছায়ায় বেড়ে ওঠা, 
যে সন্তানকে আগলে রাখে। 

বাবা হলো সেই ভগবান, 
তপ্ত রৌদ্রে অক্লান্ত পরিশ্রম;
সন্তানের মুখে খাবার জোগানে, 
পিছুপা হয়নি কখনো সে;
বাইরে থেকে কঠিন হলেও, হৃদয়টা যার নরম। 

বাবা হলো সেই ভগবান, 
নিজের শখ, আহ্লাদ না মিটিয়ে;
হাসিমুখে অবিরত করে চলেছে, 
সন্তানের চাহিদা পূরণ;
বাবা হলো সেই ভগবান, 
যাকে পেয়ে ধন্য আমার এই জীবন। 

জীবনের পথে এগিয়েছি  যতটা, 
তোমার ওই আঙুল ধরেই প্রথম হাঁটতে শেখা;
তোমার স্নেহের চাদরে হয়েছি যে ছোটো থেকে বড়ো, 
জীবনে চলার পথে তুমি যে প্রকৃত আদর্শ, 
তুমি যে আমার সুপারহিরো। 










Post a Comment

0 Comments

Close Menu