Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

'নীরব আলো' আগস্ট ২০২৩ সংখ্যার লেখা আহ্বান

লেখা জমা দেওয়ার অবশিষ্ট সময়


(সম্পূর্ণ বিনামূল্যের মাসিক অনলাইন পত্রিকা)

সম্পূর্ণ নোটিশ পড়ে লেখা পাঠাবেন। লেখা পাঠানোর সময় মাসের নাম, বিভাগ, শিরোনাম, নিজের নাম ও যোগাযোগ নম্বর অবশ্যই দেবেন।

লেখা জমা দেওয়ার শেষ দিন ২২ জুলাই, ২০২৩ (রাত ১২টা পর্যন্ত)
লেখা পাঠানোর ঠিকানা : enirobaalo@gmail.com

বিভাগসমূহ ::
* কবিতা (অনধিক ৩০ লাইন)
* অণুকবিতা - অনধিক ৮ লাইন
* কবিতাগুচ্ছ - অনধিক ৮ লাইন করে সর্বোচ্চ ৩ টি
* হাইকু (সর্বোচ্চ ৪ টি)
* পরমাণু গল্প (৮০-১০০ শব্দ) | অণুগল্প (১০০-২০০ শব্দ)
* ছোটগল্প | গল্প | ধারাবাহিক | নাটক/নাটিকা | কাব্যনাট্য । নাট্যকাব্য
* উপন্যাস/উপন্যাসিকা (ধারাবাহিক)
* প্রবন্ধ | ভ্রমণ (কমপক্ষে ২টি ছবিসহ)
* অঙ্কন (ম্যানুয়াল /ডিজিটাল)
* শব্দছক (৭/৭ বর্গছক- উত্তর সহ)
* কিশলয় ( শিশু কিশোর উপযোগী) - কবিতা, গল্প, অঙ্কন
* পুস্তক পর্যালোচনা | সিনেমা রিভিউ
* ফটোগ্রাফি | ক্যুইজ (উত্তর সহ)
* উদ্ভাবনী শিল্পকর্মের ছবি ও বানানোর পদ্ধতি
* ক্যালিগ্রাফি | পেনোগ্রাফি
* রেসিপি

English Literature ::
* Prose | Poetry
* Short Story | Story | Novel | Essay
* Calligraphy | Penography | Comics & Many more

☝️ উক্ত বিভাগসমূহ ছাড়া অন্য কিছু দিতে চাইলে অবশ্যই দিতে পারেন।

♦️ জুলাই সংখ্যা ২০২৩ -এর পাঠক প্রতিক্রিয়া দিতে পারেন অনধিক ৩০০ শব্দের মধ্যে।

•• নিয়মাবলিঃ-
১. লেখা মেইল বডিতে অথবা ডক ফাইলে শুধুমাত্র বাংলায় টাইপ করে পাঠাতে হবে।
২. পূর্বে ফেসবুক, অন্য কোনো পত্রিকা, ব্লগ অথবা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে এমন লেখা/আঁকা পাঠাবেন না।
৩. সর্বাধিক ২টি ভিন্ন বিভাগে লেখা পাঠাতে পারেন। লেখার নির্দিষ্ট বিভাগ অবশ্যই উল্লেখ করবেন।
⭐️⭐️ প্রয়োজনে যোগাযোগ করুন 6291948197 অথবা 8276808358 নম্বরে।

ধন্যবাদান্তে-
"নীরব আলো"




Post a Comment

0 Comments

Close Menu