রাখি
প্রিয়াংকা নিয়োগী
শ্রাবণের পূর্ণিমা তিথিতে,
বিভিন্ন জাতি মাতে রাখি বন্ধনে।
রাখি আমাদের মনের সাথে মনকে বাধে,
ভাতৃত্ববোধে গাথে,
সম্পর্কের আবেগ ডোরে উন্মোচিত করে।
দিশার প্রহর জাগে,
ভূবন আলোকিত হোক ভাতৃত্বের জয়গানে,
সমস্ত বিবাদ ঘুচে যাক,
জয় হোক আবেগ বন্ধনের।
ভাতৃত্ব বন্ধনের জন্য রবীন্দ্রনাথ শুরু করেছিলো রাখি বন্ধনের পরম্পরা,
আজও সেই পরম্পরা অব্যাহত।
ভাই-বোনেরা রাখির মাধ্যমে শুভকামনা করে।
নতুন ভাবনায় সম্পর্ককে প্রলেপ দেওয়া,
এভেবই বহন করুক সৌহার্দ্যের মালা,
মিলেমিশে আনন্দে কাটাক প্রতিটি পর্ব,
এই রাখি হবে মহামিলনমেলার গর্ব।
সমাজের প্রতিটি স্তরেই সম্পর্ক বজায় থাকুক রাখির মাহাত্ম্য ধরে।
0 Comments