Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

রাখি বন্ধন | বাসুদেব সরকার | কবিতা

রাখি বন্ধন
বাসুদেব সরকার

প্রতি বছর শ্রাবণ মাসের 
পূর্ণিমার ওই তিথি, 
ভাই ও বোনের রাখি বন্ধন 
সনাতনী রীতি। 

ভাই ও বোনের এই সম্পর্ক 
যায় না করা মিতি, 
তাদের মাঝে চির অটুট 
মিষ্টি প্রেম ও প্রীতি। 

গাইছে সবাই প্রেমের গীতি
হ্দে প্রেম বীণ বাজে, 
চিরকালের ভালোবাসা 
ভাই ও বোনের মাঝে। 

ভাই ও বোনের প্রেমের বন্ধন 
হাতে বাঁধে রাখি, 
পৃথিবীর এই প্রেমের স্বর্গে
সবাই সুখে থাকি। 

রাখি বন্ধন নয়তো সুতা 
মোটেই নয় তা ফেলনা, 
ভালোবাসার চিহৃ যে তা 
নয়তো নিছক খেলনা। 






Post a Comment

0 Comments

Close Menu