Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

রাখিবন্ধন ডট কম | শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায় | কবিতা

রাখিবন্ধন ডট কম
শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়

মহাভারতের একটি যুদ্ধে শিশুপাল বধক্ষণে
কনিষ্ঠাঙ্গুষ্ঠে আঘাত করিল চক্র সুদর্শনে।
অনাত্মীয়া সে পাণ্ডবদারা, দ্রৌপদী নাম তার;
রক্তক্ষরণে বিচলিতা _ দামী বস্ত্রাঞ্চল তার
ছিন্ন করিয়া শ্রদ্ধা ,প্রীতিতে বাঁধলেন সখা করে;
বাঁধা পড়লেন ভাই-বোনসম চিরপ্রতিশ্রুতিডোরে।
ভরা রাজ্সভা মাঝে একদিন মত্ত বস্ত্রহরণে,
দুঃশাসন!যে পরাজিত হয় ত্রাতা ভাইটির স্মরণে। 
ভগিনীলজ্জা নিবারি কৃষ্ণ,কৃষ্ণার ক্রন্দন
মুছি ভাই-বোন মাঝে রচলেন প্রথা _ রাখিবন্ধন।
কিংবদন্তি পৌরাণিক ও ঐতিহাসিক নানান
সত্য সকলই _কবিগুরু তা-ও রাখিবন্ধন মানান।
বঙ্গভঙ্গ রদ করে দিতে _ মুসলিম - হিন্দুর
ভাই-ভাই বোধ জেগে প্রীতি হয় তুলনায় সিন্ধুর।
১৯০৫- এ শ্রাবণ পূর্ণিমে রচিলেন এক গান;
যাতে বাঙালির ভাইবোন যত এক হয় ,ভগবান!
আজ শুধু  হিন্দু - মুসলিম নয় , জৈন,বৌদ্ধ,শিখ
_ এমনকি, সারা বিশ্বে দেখছি পুলকিত দশদিক!
সকলের তরে সকলে আমরা_দুনিয়াডটের রাখি;
পরস্পরের সখ্য রক্ষি চিরবন্ধন আঁকি।।






Post a Comment

0 Comments

Close Menu