বর্ষমুখর দিন,
মেঘাবৃত আকাশ,
সংশয় মোদের,
যাব কি না কলেজে!
অবশেষে সংশয়ের সমাধান,
ধীরে ধীরে এলাম আমরা কয়েকজন,
নেই কোন ছাত্র,
সব ঘর বন্ধ!
শুধুমাত্র বসে থাকা,
বিশ্রাম করা, কথা বলা!
দুর্যোগ উপেক্ষা করে -
এই পদক্ষেপ,
প্রসংশার দাবী রাখে নিশ্চয়ই!
সকাল পেরিয়ে দুপুর,
বাজাল ছুটির ঘন্টা শেষে
অনুমতির অবজ্ঞা না করে,
করলাম সকলে লগআউট :
বেড়িয়ে পড়লাম আপন গন্তব্যে!
বিশেষ দিন ছিল যে!
বর্ষমুখর -
সাথে ঝোড়ো বাতাস,
বড় মনোরম,
জাগায় শিহরণ!
আমরা কয়েকজন -
গিয়েছিলাম ,
ছিলাম বিকেল পর্যন্ত আজ!!
0 Comments