" রোমন্থন " - অমিত
তোমার জন্য আকাশের চিল
মাটিতে এসেছে নেমে
একঝাঁক কাক রাজপথে বসে
চলাচল গেছে থেমে,
তুমি হাঁটতেই ভরা রোদ্দুরে
রামধনু ফুটে গেল...
ইতিউতি ওড়া একাকী শালিখ
সঙ্গিনী খুঁজে পেল।
তুমি ছিলে তাই হাল্কা বৃষ্টি
লাজুক হাওয়ার মাঝে,
এফ.এম বেতারে কৈশোরে
শোনা হারানো গানটি বাজে।
তোমার জন্য কুয়াশা-বিকেল
মোমবাতি জ্বলা রাত,
তুমি দাঁড়াতেই বন্যার জল
আটকে দিয়েছে বাঁধ!
তুমি ছিলে তাই বনানীর কুঁড়ি
ফুল হয়ে ফুটেছিলো,
গ্রহণেরও রাতে একফালি চাঁদ
জোছনা ছড়িয়ে দিলো,
তোমার জন্য বিদেশী নাবিক
মাতাল হওয়ার আগে,
ময়ূরপঙ্খী নাও ভাসালো গো
সাঁঝের অস্তরাগে।
তুমি আছো বলে মাঝদরিয়ায়
এখনো জাহাজ চলে,
স্তব্ধতাগুলো কাব্যিক হয়
নির্মম কোলাহলে।
তোমার জন্য বদ্ধহৃদয়
গোপন রক্তক্ষরণ...
তোমারি জন্য তীব্র আকুতি
সতত রোমন্থন!
© অমিত ©
0 Comments