Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

" পৃথক দুর্গা " | সানন্দা নন্দী


তোমার দুর্গা মাটির প্রলেপে নিখুঁত তৈরি প্রাণহীন মূর্তি
আমার দুর্গা অনুভূতি পূর্ণ রক্ত-মাংসে গড়া জ্যান্ত মানুষ রূপিণী
তোমার দুর্গার প্রতি বছর আশ্বিন মাসে ধুমধামে মর্ত্যে আগমন
আমার দুর্গা এখনো অবাঞ্ছিত তাই মাতৃ গর্ভেই মৃত্যু বরণ
তোমার দুর্গা বেনারসী শাড়ী ও অলঙ্কারে সুসজ্জিতা
আমার দুর্গা ছেঁড়া বসনে কোনো ক্রমে লজ্জা নিবারণী
তোমার দুর্গার কুঞ্চিত সুবিন্যস্ত কেশরাশি
আমার দুর্গার তেলহীন অবিন্যস্ত রুক্ষ কেশরাশি
তোমার দুর্গা জগৎ জননী মহিষাসুর মর্দিনী
হায় ! আমার দুর্গা এখনো যে ধর্ষকের যৌন শিকার
তোমার দুর্গার অর্ঘ্যর তরে ব্যয় হয় রাজকোষ
হায় ! আমার দুর্গা মেধাবী হয়েও অর্থাভাবে মধ্য শিক্ষায় সমাপ্ত
তোমার দুর্গার ভরা সুখের সংসার স্বামী সন্তান নিয়ে
আমার দুর্গা পরে থাকে পিত্রালয়ে যৌতুকের অভাবে
তোমার দুর্গা সাগর পাড়ি দেয় পূজিত হবেন বলে
আমার দুর্গা আজো পতিতা হয় দারিদ্রতা ঘোচাতে
তোমার দুর্গা পূজিত হন ভক্তি ভরা মন নিয়ে
আমার দুর্গার দৈন্যদশা লাঞ্ছিত হয় প্রতি পদে
তোমার দুর্গা মণ্ডপে দাঁড়ায়ে সার্থক মনোরঞ্জিনী
হায় ! আমার দুর্গা শ্রম-ভালোবাসা দিয়েও ব্যর্থ মনোরঞ্জিনী
দশমীতে তোমার দুর্গা বিদায় নেন মিষ্টি মুখে সিঁদুর খেলা আর বরণের শেষে
আর আমার দুর্গা চির বিদায় নেয় অত্যাচারে অগ্নিদগ্ধা কিংবা অন্য উপায়ে ।।




স্বত্ব সংরক্ষিত

©  সানন্দা নন্দী

Post a Comment

0 Comments

Close Menu