Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"হারালে একদিন" ~ -রণবীর বন্দ্যোপাধ্যায়

হঠাৎ কোনো একদিন-
হারিয়ে যদি যাই,
তখন অনেক দূরের থেকে
তোমায় মনে পড়ে, আর 
ভাবি তোমারই কথা,
যদি প্রশ্ন করি—

বলতো কোথায় গেলে তুমি 
আমার থেকে দূরে অনেক দূরে?
তুমি কি আছো কোনো 
সবুজ বনের ধারে আপন মনে?
ওই ভেসে যাওয়া মেঘেদের দেশে,
সেখানে কখনো থাকো যদি-
তা'লে আমায় মনে কোরো !!

সেই নির্জনে কোনো নিঃস্তব্ধ দুপুরে,
যদি আমায় মনে আসে—
তখন ভাসিয়ে দিও এক টুকরো মেঘ,
তোমার ছোঁয়াটুকু দিয়ে
ওই পাহাড় - চূড়ো থেকে;
কিংবা উড়িয়ে দিও কোনো হলুদ পাখি
বলতে তোমার কথা চুপিচুপি !!

হয়তো কোনো সোনালী ভোরে—
হলুদ পাখির কাছে শুনবো 
তোমার কথা অবিরাম তার গানে !
বলবো আমি তোমারই কথা 
ওই পাখির গানের সুরে,
আমি হারিয়ে গেলে হঠাৎ—
তোমার থেকে দূরে, অনেক দূরে !!

পাখির গানে নয়তো মেঘের ভেলায়,
তোমায় খুঁজে পাবো
আবার আসবে ভেসে 
তোমার ভেজা চুলের গন্ধ,
নরম শব্দ তোমার পায়ের-
কোনো সন্ধ্যায় সেই দেশে !

হারালে আমি একদিন,
সেই অজানায়-
হয়তো শীতল কিংবা অন্ধকার 
মৃত্যুর দেশে ......


   ~ রণবীর বন্দ্যোপাধ্যায়
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu