Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"ইচ্ছাকৃত দুষ্টুমি" ~ সুমিত চ্যাটার্জী


 আমিও খানিক ইচ্ছে করেই বৃষ্টি ভিজি তখন,
জানি হালকা সর্দি হলে একটা আধা নরম হাত আবারও মাথায় জলপট্টি দিয়ে দেবে,
আমার কথা তো শুনবেনা বাছাধন, মা বলে গুরুত্ব দেবার প্রয়োজন তো নেই, 
খানিক এই কথাটা শোনার জন্যই বৃষ্টি ভিজতে ইচ্ছে হয়।
পেট ব্যাথা করছে, পরে খাবো.... 
আরেহ বাবা একটু কিছু খেয়ে নে, নইলে অম্বল হবে। তখন তো আবার জ্বালাবি,...  নে নে ধর মুখটা হা করে উদ্ধার কর উফ..
ঠিক এই কথাটা শোনার জন্যই পেট ব্যাথা করে,...
যা চান করে নে, খেতে দেবো...
ধুর এখন খেতে দাও পরে চান করে নেবো.. 
বাড়িটা তো হোটেল ... না চান করে খাবে.. 
দাঁড়া তোর বাবাকে বলছি.... শুনছো, এই দেখো চান করেনি এখনও...  আ রে বাবা খেতে দাও না...  না হবেনা..  চান না করলে এবার থেকে খেতে দেবনা... যাও করে এসো... ঘেমে নেয়ে চান করবেনা.. মামারবাড়ি। কোনো মেয়ের পছন্দ হবেনা ওরকম করলে... যা চান করে আয়.. তুই না খেলে সবাই না খেয়ে আছে..
ঠিক, এই কথাটা শোনার জন্যই চান করতে যাই না..
 মা, কত বড় একটা শব্দ, শুধু শব্দ না.. একটা আবেগ, একটা অভিমানের ডাক, একটা শান্তির নীড়, একটা খুব ছোট একশো ভাগ সুখ।

       ~  সুমিত চ্যাটার্জী
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu