নজরুল তুমি চুরুলিয়া গ্রামে
নজরুল তুমি দুখুমিঞা নামে,
নজরুল তুমি নতুন প্রভাতে
প্রভাত পাখির গান।
নজরুল তুমি বিদ্রোহী কবি
অদম্য উদ্দাম।
নজরুল তুমি 'ধূমকেতু'
আর 'অগ্নিবীণা'র ঝংকার।
নজরুল তুমি উন্নত শির
নজরুল তুমি দুখুমিঞা নামে,
নজরুল তুমি নতুন প্রভাতে
প্রভাত পাখির গান।
নজরুল তুমি বিদ্রোহী কবি
অদম্য উদ্দাম।
নজরুল তুমি 'ধূমকেতু'
আর 'অগ্নিবীণা'র ঝংকার।
নজরুল তুমি উন্নত শির
অসীম সাহসে বাঁচা,
মুক্ত পাখির মুক্ত মনের
আগল ভাঙা খাঁচা।
নজরুল তুমি সুর ও ছন্দে,
নব নব চেতনায়
বিপ্লবী মনে ঝড় তোলা ঐ
শিকল ভাঙার গান।
নজরুল তুমি 'অগ্নিবীণা'য়
অর্জিত অধিকার,
আগল ভাঙা খাঁচা।
নজরুল তুমি সুর ও ছন্দে,
নব নব চেতনায়
বিপ্লবী মনে ঝড় তোলা ঐ
শিকল ভাঙার গান।
নজরুল তুমি 'অগ্নিবীণা'য়
অর্জিত অধিকার,
'বিষের বাঁশি'তে ভেসে আসে যেন
যন্ত্রণা হাহাকার।
নজরুল তুমি ফেলে আসা দিন
মুক্তির জয়গান,
যন্ত্রণা হাহাকার।
নজরুল তুমি ফেলে আসা দিন
মুক্তির জয়গান,
নজরুল তুমি একটি বৃন্তে
হিন্দু মুসলমান।
হিন্দু মুসলমান।
তাই ইতিহাস আজও কথা বলে যেন
তোমার রচনায়-
আকাশে উদিত ধ্রুবতারা তুমি
উজ্জ্বল প্রতিভায়॥
তোমার রচনায়-
আকাশে উদিত ধ্রুবতারা তুমি
উজ্জ্বল প্রতিভায়॥
~ শিউলী ব্যানার্জী (মুখার্জী)
© Copyright Protected
© Copyright Protected
1 Comments
খুব ভালো
ReplyDelete