মাঝরাতে স্বপ্নের ভেতর উঠে আসে কবেকার শুকনো গোলাপ
মনে নেই সেটা ছিল বসন্ত না শীত !
গোলাপের মৃতদেহ শুধুই স্মৃতিচিহ্ন হয়ে আছে
স্মৃতি গুছিয়ে রেখেছে একটা আঘাত
বইয়ের তাকের মতো গুছিয়ে রেখেছি তাকে বুকের বামপাশে
কতো আলাপচারিতা কতো সুসংবদ্ধ গান গুছিয়ে রাখা আছে
দমকা হাওয়ায় স্মৃতিরা বড়ো উশৃঙ্খল হয়ে ওঠে
ভেঙে পড়ে ওলোট পালট হয়ে যায় দুপুরের গায়ে দুঃখ হয়ে সাজে
আকাঙ্খাগুলি গুছিয়ে রেখেছি বুকের ডানপাশে
আগুনের দিনগুলো মিশিয়ে দিয়েছি সমুদ্রের নীলে
অরণ্য জানে আদ্যোপান্ত জানে আমার মূর্তি মর্মর
আজ আর মনে নেই কে গোলাপ দিল
আমার বুকের বামপাশ মৃত গোলাপের ঘর।।
~ জয়ীতা চ্যাটার্জী
© Copyright Protected
2 Comments
👍👍
ReplyDeleteখুবই সুন্দর....��
ReplyDelete