বছর ঘুরে বছর আসে,
নতুন আশায় নব আশ্বাসে।
তপ্ত রোদে ঝড়-বাদলে,
কৃষক বাঁচে নব প্রত্যাশে।
চৈত্র শেষে বৈশাখের ঘর।
নতুন স্বপ্নের উপর ভর।
শ্রমিকের ঘামে দেশ নির্ভর।
ভরবে তাদের খালি উদর?
নতুনের লাগি পুরাতন যায়।
নতুনের খোঁজে নব বার্তায়।
বেকার বাঁচে নব ভরসায়।
কর্মসংস্থান এই বুঝি হয়।
নতুনের উপর নববর্ষের ভার।
গরিবের কাঁধে দায়িত্ব অপার!
বুকেতে স্বপ্ন কয়েক হাজার।
স্বপ্ন তাদের ভাঙে বারংবার!
আগামীর তরে বাঁচি সবাই।
আশায় শ্রমিক-কৃষক ভাই।
নব আশ্বাসে নির্ভর তাই।
স্বপ্ন পূরণের ভরসা পাই।।
~ সুদীপ্ত বিশ্বাস
© Copyright Protected
1 Comments
Good
ReplyDelete