পথের পাঁচালী দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েছিলে তুমি,
পুরস্কারের ঝড় বয়ে গেছিলো বাংলা জগতে।
ভারত সরকার পদ্মশ্রী-পদ্মভূষণ-দাদাসাহেব ফালকেতে
ভূষিত করেছিল তোমায়।
বাংলা চলচ্চিত্রে অস্কার এনেছিলে তুমি,
পরশপাথর ছিলে-
তাই ছুঁয়েছিলে গোল্ডেন লায়নও।
অপরাজিত থেকে গড়েছিলে তুমি অপুর সংসার,
অরণ্যের দিনরাত্রি, সোনার কেল্লা,
জন অরণ্য-তে ভেসেছিল জনতা।
গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে,
জলসাঘর, অভিযান-এর প্রতিদ্বন্দ্বী তৈরি হয়নি এখনও।
ঘরে বাইরে, শাখা-প্রশাখা পেরিয়েও
তাই মন বন্দী আজও চিড়িয়াখানা'য়।
মহানগরের একমাত্র শতরঞ্জ-কে খিলাড়ি তুমি -
তাই তোমার জন্ম শতবর্ষে কুর্নিশ জানাই তোমায়
হে বিশ্ব বিখ্যাত ভারত রত্ন সত্যজিৎ রায়..॥
~ নাসিমা রহমান
© Copyright Protected
1 Comments
Nice 👏👏👏👏👍
ReplyDelete