Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"নীরব আলো" পত্রিকা শারদ সংখ্যা (অক্টোবর) ২০২১, লেখা আহবান

 

"নীরব আলো- The Silent Light" পত্রিকা 
শারদ সংখ্যা (অক্টোবর) ২০২১, লেখা আহবান

🟣 সবার জন্য সুখবর। *এই প্রথম "নীরব আলো শারদ সংখ্যা (অক্টোবর) ২০২১" একক সংখ্যা হিসেবে মুদ্রিত আকারে* *আত্মপ্রকাশ করতে চলেছে। পত্রিকার মুদ্রিত মূল্য ১২০ টাকা এবং ডেলিভারি চার্জ ৮০ টাকা (মোট ২০০ টাকা) ধার্য করা হয়েছে।* 

🛑 *সৃষ্টিকর্ম জমা দেওয়ার শেষ দিন ৩১শে জুলাই  ২০২১ (রাত ১২টা পর্যন্ত)।* 

****** বিভাগসমূহ ******

🔘 কলমের কারিকুরি :-

১. কবিতা  *(২০-৩০ পঙক্তি)* 
২. অণুকবিতা *(সর্বাধিক ৮ পঙক্তি)* 
৩. কবিতাগুচ্ছ *(৬-১০ পঙক্তি, সর্বাধিক ৩টি)* 
৪. পরমাণু গল্প  *(৭৫-১০০ শব্দ)* 
৫. অণুগল্প  *(২০০-২৫০ শব্দ)* 
৬. ছোটগল্প  *(৩০০-৮০০ শব্দ)* 
৭. গল্প  *(১০০০-১৫০০ শব্দ)* 
৮. উপন্যাস  *(৪০০০-৫০০০ শব্দ)* 
৯. প্রবন্ধ  *(৮০০-১০০০ শব্দ)* 
১০. নাটিকা  *(১০০০-২০০০ শব্দ)* 
১১. ভ্রমণ  *(৫০০-৮০০ শব্দ; কমপক্ষে ২টি ছবিসহ)* 
১২. রম্যরচনা  *(৫০০-৮০০ শব্দ)* 

🔘 রকমারি :-
১৩. ব্যক্তিগত অভিজ্ঞতা  *(৫০০-৭০০)* 
১৪. বই/সিনেমা রিভিউ  *(অনধিক ৫০০, অন্তত ১টি ছবিসহ)* 
১৫. রেসিপি *(অনধিক ৪৫০)* 
১৬. শব্দছক *(৭/৭ বর্গছক - উত্তর সহ)* 

🔘 সজনী :-
১৭. অঙ্কণ
১৮. ডিজিটাল পেইন্টিং
১৯. কমিক্স *(২-৪টি A4 সাইজ পেজ)* 
২০. পেনোগ্রাফি 
২১. ক্যালিগ্রাফি
২২. ফটোগ্রাফি

 🔘 কিশলয় *(অনূর্ধ্ব ১৫)* :-
 ২৩. কবিতা, গল্প *(কোনো শব্দসীমা নেই)* , অঙ্কণ
  *এই বিভাগের ক্ষেত্রে শ্রেণির উল্লেখ করা আবশ্যক।* 

🛑 শিল্পকর্ম গৃহীত হলে সমস্ত লেখক/লেখিকাকে সম্মাননা পত্র দিয়ে সম্মানিত করা হবে।

*লেখা/আঁকা পাঠানোর ঠিকানা* :-
📧  ইমেল - help.ekdn@gmail.com 

****** *লেখা পাঠানোর নিয়মাবলি* ****

১. লেখা *মেইল বডিতে বাংলায় টাইপ করে অথবা ডক ফাইলে* পাঠাবেন। অন্য কোনো ফরম্যাটে লেখা গ্রহণ করা হবে না। 
২. একজন ২টি আলাদা বিভাগে লেখা পাঠাতে পারেন। সর্বাধিক ২টি শিল্পকর্ম গৃহীত হবে।
৩. *#শারদ_সংখ্যা এবং নির্দিষ্ট #বিভাগ অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন।* 
৪. আপনার *সক্রিয় মোবাইল নম্বর, সম্পূর্ণ ঠিকানা (ল্যান্ডমার্ক সহ) এবং একটি পাসপোর্ট সাইজ ছবি* অবশ্যই দেবেন। নচেৎ লেখা গৃহীত হবে না। আপনার সমস্ত তথ্য অবশ্যই গোপন থাকবে।
৫. *পূর্বে অপ্রকাশিত লেখা বা আঁকাই কেবল পাঠাবেন।* ফেসবুক, অন্য কোনো পত্রিকা, ব্লগ অথবা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে এমন লেখা/আঁকা পাঠাবেন না।
৬. আপনার সৃষ্টিকর্মটি মনোনীত হলে আপনাকে মেইল করে যথাসময়ে জানানো হবে। (দয়া করে মেসেজ করে জানতে চাইবেন না লেখা গৃহীত হল কিনা।)
৭. *আপনার দেয় সৃষ্টিকর্ম মনোনীত হবার পর রেজিস্ট্রেশন ফি স্বরূপ ৫০ টাকা দিয়ে একটি বই অগ্রিম বুক করতে হবে ১০ দিনের মধ্যে।* 
৮. পত্রিকা ছাপা হওয়ার পর ডেলিভারি চার্জ সমেত বাকি ১৫০ টাকা দিয়ে বইটি সংগ্রহ করতে হবে। তবে *অন্য রাজ্যের ক্ষেত্রে অতিরিক্ত ৪০ টাকা ডেলিভারি চার্জ* বহন করতে হবে।
৯. অগ্রিম বুকিং করলেই সৃষ্টিকর্ম মনোনীত হবে এই ধারণা নিয়ে লেখা/আঁকা পাঠাবেন না। আপনার সৃষ্টিকর্ম মনোনীত হলে তবেই বুকিং-এর জন্য যোগাযোগ করা হবে।
১০. *মনোনীত হবার পর অগ্রিম বুকিং না করলে আমরা আপনার সৃষ্টিকর্ম পত্রিকায় স্থান দিতে অপারগ থাকব।* 
১১. পত্রিকাটি পাঠকরাও মূল্য দিয়ে সংগ্রহ করতে পারেন।

*******   বিঃ দ্রঃ   *******
১. আমরা *সৌজন্য কপি দিতে অপারগ* জেনেই লেখা পাঠাবেন।
২. নিজের ইচ্ছে মত বিষয়ে লেখা/আঁকা পাঠাতে পারেন।
৩. কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এ জাতীয় লেখা পাঠাবেন না।
৪. অন্য কারোর হয়ে কোনো লেখা/আঁকা পাঠাবেন না এবং অন্য কারোর সৃষ্টি নিজের নাম দিয়ে চালাবেন না।
৫. সব বিভাগের ক্ষেত্রেই শব্দসীমা অনুযায়ী লেখা পাঠাবেন।
৬. *লেখা/আঁকা নির্বাচনের ক্ষেত্রে গুণগত মানই বিচার্য।* এক্ষেত্রে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
৭. উপরোক্ত শর্তের যেকোনো একটি লঙ্ঘিত হলে সেই লেখা/আঁকা তখনই বাতিল করা হবে। অথবা লঙ্ঘিত হয়েছে বলে পরে জানতে পারলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

🛑 *যাবতীয় খুঁটিনাটি* :-
◾️ফেসবুক গ্রুপ- www.fb.com/groups/NirobAalo
◾️ওয়েবসাইট- www.enirobaalo.tk
◾️ *প্রয়োজনে যোগাযোগ- হোয়াটসঅ্যাপ (শুধুমাত্র মেসেজ)* - https://wa.link/bc5vi0 

ধন্যবাদান্তে-
সম্পাদকমণ্ডলী
(নীরব আলো)

Post a Comment

0 Comments

Close Menu