আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসায় রেখেছো তুমি জড়িয়ে,
সব কিছুতেই অশেষ উৎসাহ দিয়েছো ভুবন ভরিয়ে।
কখনো অভিভাবক, কখনো বন্ধু এই জীবনের পথে,
তোমার আদর্শে গড়েছি জীবন সফল মনোরথে।
আমার মাথায় তোমার ছায়া বট গাছের মতো,
তুমি ঝড়-ঝাপটা, রোদ-বৃষ্টি সয়ে যাও অবিরত।
আলো-আঁধারে আমার পাশে রয়েছো নিরন্তর,
আশীর্বাদের পূর্ণ কলস দিয়েছো জীবনভর।
জন্ম দিয়েছো, আশ্রয় দিয়েছো, করেছো অনেক যত্ন,
দান করেছো বিবাহের তরে প্রাণাধিক কন্যারত্ন।
ঘামে ভেজা শরীর, রক্ত করেছো জল সারাদিন,
পাইনা ভেবে কোন জন্মে শোধ করবো তোমার এত ঋণ।
তোমার হাতের আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি,
বারবার হোঁচট খেয়েছি পথে তবুও উঠে চলেছি।
যত আব্দার মিটিয়ে দিয়েছো নিজের শখের বলি,
জানো বাবা, তোমার দেখানো পথ ধরেই আমি চলি।
এখন আমি রোজ কাজের ভারে পরিশ্রমের মানে বুঝি,
মানসিক ভাবে ভেঙে পড়লে, কাঁধে তোমার হাতটাই খুঁজি।
আমার বুকের জমিতে হতাশা যখন বসায় হিংস্র থাবা,
তখন অজান্তেই অস্পষ্ট কন্ঠস্বরে ধ্বনিত হয়....বাবা।।
সব কিছুতেই অশেষ উৎসাহ দিয়েছো ভুবন ভরিয়ে।
কখনো অভিভাবক, কখনো বন্ধু এই জীবনের পথে,
তোমার আদর্শে গড়েছি জীবন সফল মনোরথে।
আমার মাথায় তোমার ছায়া বট গাছের মতো,
তুমি ঝড়-ঝাপটা, রোদ-বৃষ্টি সয়ে যাও অবিরত।
আলো-আঁধারে আমার পাশে রয়েছো নিরন্তর,
আশীর্বাদের পূর্ণ কলস দিয়েছো জীবনভর।
জন্ম দিয়েছো, আশ্রয় দিয়েছো, করেছো অনেক যত্ন,
দান করেছো বিবাহের তরে প্রাণাধিক কন্যারত্ন।
ঘামে ভেজা শরীর, রক্ত করেছো জল সারাদিন,
পাইনা ভেবে কোন জন্মে শোধ করবো তোমার এত ঋণ।
তোমার হাতের আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি,
বারবার হোঁচট খেয়েছি পথে তবুও উঠে চলেছি।
যত আব্দার মিটিয়ে দিয়েছো নিজের শখের বলি,
জানো বাবা, তোমার দেখানো পথ ধরেই আমি চলি।
এখন আমি রোজ কাজের ভারে পরিশ্রমের মানে বুঝি,
মানসিক ভাবে ভেঙে পড়লে, কাঁধে তোমার হাতটাই খুঁজি।
আমার বুকের জমিতে হতাশা যখন বসায় হিংস্র থাবা,
তখন অজান্তেই অস্পষ্ট কন্ঠস্বরে ধ্বনিত হয়....বাবা।।
~ পায়েল মন্ডল
© Copyright Protected
2 Comments
দারুন
ReplyDeleteখুব সুন্দর
ReplyDelete