Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

বাবা | কলমে ~ দীপান্বিতা পান্ডে | নীরব আলো

 

বাবা মানে প্রথম আলো,
বাবাই ঘরের ছাতা।
বাবা আমার প্রথম পুরুষ,
হৃদয়ে পূজার আসন পাতা।
বাবা আমার সুখের দিশা,
বাবাই আলোর পথ৷
বাবার আমি রাজকন্যা,
বাবা আমার বিজয়রথ।
জন্মে জন্মে তোমার আমি মেয়ে হতে চাই,
এই জন্ম কাটছে আমার তোমার স্নেহের ছায়ায়৷


        ~ দীপান্বিতা পান্ডে
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu