পিতা তুমি হলে আমার জীবনের জন্মদাতা,
যাবে না গো ভোলা তোমার অবদানের কথা।
তোমার স্বপ্ন ছিল আমাকে নিয়ে দুই চোখের পাতায়,
পিতা তুমি থাকো চিরকাল আমার মনের খাতায়।
আমার মনে পড়ে সেই সব শীতের সকাল,
তোমার কোলে ঘুমিয়ে থাকতাম সারা বিকাল।
রাতের বেলায় তুমি আমায় মাথায় বুলিয়ে দিতে হাত,
তোমার ছোঁয়ায় সুখের পরশ পেয়ে কাটত ঘুমন্ত রাত।
তোমার উপদেশ ও আশির্বাদ আমার অহংকার,
তুমি শ্রদ্ধা, তুমিই ভালোবাসা, তুমি আমার জীবনের অঙ্গীকার।।
যাবে না গো ভোলা তোমার অবদানের কথা।
তোমার স্বপ্ন ছিল আমাকে নিয়ে দুই চোখের পাতায়,
পিতা তুমি থাকো চিরকাল আমার মনের খাতায়।
আমার মনে পড়ে সেই সব শীতের সকাল,
তোমার কোলে ঘুমিয়ে থাকতাম সারা বিকাল।
রাতের বেলায় তুমি আমায় মাথায় বুলিয়ে দিতে হাত,
তোমার ছোঁয়ায় সুখের পরশ পেয়ে কাটত ঘুমন্ত রাত।
তোমার উপদেশ ও আশির্বাদ আমার অহংকার,
তুমি শ্রদ্ধা, তুমিই ভালোবাসা, তুমি আমার জীবনের অঙ্গীকার।।
~ অনাদি মুখার্জি
© Copyright Protected
0 Comments