Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

এসেছে গরম | কলমে ~ অষ্ট দেয়াশী | নীরব আলো


এসেছে  গরম মেতেছে রোদের খেলা। 
দুপুর বেলা প্রাণ যায় যায় বইছে না কোন হাওয়া॥
গাছপালা সব চুপচাপ মন হয়েছে মরা। 
গরমের দাবানলে পাখিরা করছে না খেলা॥
পথঘাট সব শ্মশান হয়েছে ভূতেরা করছে খেলা। 
খোকাখুকি  সব খিল এঁটে ঘুমায় দুপুরবেলা॥
বাসনওয়াল ডাক দিয়ে যায় কিনবে যদি থালা-
ছুটে এস বউরিরা॥
পানকৌড়ি খিদের জ্বালায় জলে খালি ডুব দেয়। 
রাখাল বালক বটের তলায় গোরুর পাল নিয়ে ঘুমায়॥
আমবাগানে মৌমাছি গুনগুন গান গেয়ে চলে। 
গরমের দাবানলে মনে হয় মাঝে মাঝে প্রাণটুকু এখনি যাবে॥

          ~ অষ্ট দেয়াশী
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu