অন্ধকার ও নির্জনতা মুক্ত একটি পৃথিবী!
বাতাসের সাথে নিবিড়তা বেড়েছে
শুষ্ক হয়ে যাচ্ছে সবুজ মাটি!
একটি উজ্জ্বল সূর্য,
যার বিকিরণ ও উষ্ণতা
মুখরিত করেছে অন্ধকার এই ধরনি
সিন্ধু থেকে গঙ্গা নদী
গঙ্গা থেকে হিমালয় পর্যন্ত,
সভ্যতার ডাল পালা বিস্তৃত হয়েছে।
একটু সৌন্দর্য উপভোগ ...
দেখতে দেখতে হঠাৎ খুঁজে পেলাম
হারিয়ে যাওয়া অতীত গুলো ডানা ঝাপটায়-
এক গুচ্ছ প্রজাপতির মত ডানা ঝাপটায়!
বাতাসের সাথে নিবিড়তা বেড়েছে
শুষ্ক হয়ে যাচ্ছে সবুজ মাটি!
একটি উজ্জ্বল সূর্য,
যার বিকিরণ ও উষ্ণতা
মুখরিত করেছে অন্ধকার এই ধরনি
সিন্ধু থেকে গঙ্গা নদী
গঙ্গা থেকে হিমালয় পর্যন্ত,
সভ্যতার ডাল পালা বিস্তৃত হয়েছে।
একটু সৌন্দর্য উপভোগ ...
দেখতে দেখতে হঠাৎ খুঁজে পেলাম
হারিয়ে যাওয়া অতীত গুলো ডানা ঝাপটায়-
এক গুচ্ছ প্রজাপতির মত ডানা ঝাপটায়!
~ উমর ফারুক
© Copyright Protected
0 Comments