Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

নীরব আলো দ্বিতীয় মুদ্রিত সংস্করণের জন্য লেখা আহ্বান


লেখা জমা দেওয়ার অন্তিম সময়  


পুরো নোটিশ পড়ে লেখা পাঠানোর অনুরোধ রইল

পত্রিকার মূল্য ও ডেলিভারি চার্জ সমেত মোট ২০০ টাকা ধার্য করা হয়েছে।


সৃষ্টিকর্ম জমা দেওয়ার শেষ দিন ৩০শে নভেম্বর ২০২১ 
৩০শে নভেম্বর রাত ১২টার পরে আর কোনো লেখা নেওয়া হবে না

 বিভাগসমূহ 

🔘 কলমের কারিকুরি :-
১. কবিতা *(অনধিক ৩০ পঙক্তি)*
২. অণুকবিতা *(অনধিক ৮ পঙক্তি)*
৩. কবিতাগুচ্ছ *(৬-১০ পঙক্তি, সর্বাধিক ৩টি)* 
৪. পরমাণু গল্প  *(৭৫-১০০ শব্দ)* 
৫. অণুগল্প  *(২০০-২৫০ শব্দ)* 
৬. ছোটগল্প  *(৩০০-৮০০ শব্দ)* 
৭. গল্প  *(১০০০-১৫০০ শব্দ)* 
৮. উপন্যাস  *(৪০০০-৫০০০ শব্দ)* 
৯. প্রবন্ধ  *(৮০০-১০০০ শব্দ)* 
১০. নাটিকা  *(১০০০-২০০০ শব্দ)* 
১১. ভ্রমণ  *(৫০০-৮০০ শব্দ; কমপক্ষে ২টি ছবিসহ)* 
১২. রম্যরচনা  *(৫০০-৮০০ শব্দ)* 

🔘 রকমারি :-
১৩. ব্যক্তিগত অভিজ্ঞতা  *(৫০০-৭০০)* 
১৪. বই/সিনেমা রিভিউ  *(অনধিক ৫০০, অন্তত ১টি ছবিসহ)* 
১৫. রেসিপি *(অনধিক ৪৫০)* 
১৬. শব্দছক *(৭/৭ বর্গছক - উত্তর সহ)* 

🔘 সজনী :-
১৭. অঙ্কন ১৮. ডিজিটাল পেইন্টিং
১৯. কমিক্স *(২-৪টি A4 সাইজ পেজ)* 
২০. পেনোগ্রাফি ২১. ক্যালিগ্রাফি
২২. ফটোগ্রাফি

 🔘 কিশলয় (অনূর্ধ্ব ১৫) :-
 ২৩. কবিতা, গল্প, অঙ্কন
  *এই বিভাগের ক্ষেত্রে শ্রেণীর উল্লেখ করা আবশ্যক।* 

🛑 শিল্পকর্ম গৃহীত হলে সমস্ত লেখক/লেখিকাকে সম্মাননা পত্র দিয়ে সম্মানিত করা হবে।

লেখা/আঁকা পাঠানোর ঠিকানা* :-
📧  ইমেল - nirobaalo.print@gmail.com

 লেখা পাঠানোর নিয়মাবলি
১. লেখা মেইল বডিতে বাংলায় টাইপ করে অথবা ডক ফাইলে পাঠাবেন। অন্য কোনো ফরম্যাটে লেখা গ্রহণ করা হবে না। 
২. একজন ১টি বিভাগে লেখা পাঠাতে পারেন। কিছু বিশেষ বিভাগের (অণু কবিতা, কবিতা, পরমাণু গল্প, অণু গল্প, রেসিপি, অঙ্কন, ফটোগ্রাফি, ক্যালিগ্রাফি, পেনোগ্রাফি, ডিজিট্যাল পেন্টিং) ক্ষেত্রে সর্বোচ্চ ২টি শিল্পকর্ম গৃহীত ‌হবে।
৩. #মাতৃভাষা_সংখ্যা এবং নির্দিষ্ট #বিভাগ অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন। 
৪. আপনার সক্রিয় মোবাইল নম্বর, সম্পূর্ণ ঠিকানা (ল্যান্ডমার্ক সহ) এবং একটি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই দেবেন।
৫. পূর্বে অপ্রকাশিত লেখা বা আঁকাই কেবল পাঠাবেন। ফেসবুক, অন্য কোনো পত্রিকা, ব্লগ অথবা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে এমন লেখা/আঁকা পাঠাবেন না।
৬. আপনার সৃষ্টিকর্মটি মনোনীত হলে আপনাকে মেইল করে যথাসময়ে জানানো হবে।
৭. আপনার দেয় সৃষ্টিকর্ম মনোনীত হবার পর  ৫০ টাকা শুভেচ্ছা মূল্য দিয়ে বা সম্পূর্ণ মূল্য ২০০ টাকা দিয়ে একটি বই অগ্রিম বুক করতে হবে ১০ দিনের মধ্যে। 
৮. অগ্রিম বুকিং করলেই সৃষ্টিকর্ম মনোনীত হবে এই ধারণা নিয়ে লেখা/আঁকা পাঠাবেন না। আপনার সৃষ্টিকর্ম মনোনীত হলে তবেই বুকিং-এর জন্য যোগাযোগ করা হবে।
৯. মনোনীত হবার পর অগ্রিম বুকিং না করলে আমরা আপনার সৃষ্টিকর্ম পত্রিকায় স্থান দিতে অপারগ থাকব। 
১০. পত্রিকাটি পাঠকরাও মূল্য দিয়ে সংগ্রহ করতে পারেন।

বিঃ দ্রঃ
১. আমরা সৌজন্য কপি দিতে অপারগ জেনেই লেখা পাঠাবেন।
২. নিজের ইচ্ছে মত বিষয়ে লেখা/আঁকা পাঠাতে পারেন।
৩. কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এ জাতীয় লেখা পাঠাবেন না।
৪. সব বিভাগের ক্ষেত্রেই শব্দসীমা অনুযায়ী লেখা পাঠাবেন।
৫. লেখা/আঁকা নির্বাচনের ক্ষেত্রে গুণগত মানই বিচার্য। এক্ষেত্রে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

ধন্যবাদান্তে
"নীরব আলো"

Post a Comment

1 Comments

  1. মহৎ প্রচেষ্টা। বাংলা সাহিত্য কে রক্ষা ও পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে আপনারা যে দায়িত্ব প্রতিপালন করছেন,তাকে সাধুবাদ জানাই।

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu