মাঠের ধারে পোড়ো বাড়ি
তাতেই থাকে ভূতের ছানা,
ভূতের সাথে পাড়ার ভুতুর
বড়ো বেশি জানাশোনা৷
বিকেল হলেই খেলার ছলে
উঠতো জমে আসর,
দেখতো না কেউ জানতো না কেউ
কেউ নিতো না খবর।
এমনি করেই কাটছিল তাদের
দুঃখ সুখের দিনগুলি,
হঠাৎ করে রাজা এসে
দখল করলেন ঘরগুলি৷
হারিয়ে গেলো খুশির দুনিয়া
ভেঙ্গে গেলো ঘর,
ভূতের ছানা হারিয়ে গেলো
ভুতুর হলো ব্যথিত অন্তর।
তাতেই থাকে ভূতের ছানা,
ভূতের সাথে পাড়ার ভুতুর
বড়ো বেশি জানাশোনা৷
বিকেল হলেই খেলার ছলে
উঠতো জমে আসর,
দেখতো না কেউ জানতো না কেউ
কেউ নিতো না খবর।
এমনি করেই কাটছিল তাদের
দুঃখ সুখের দিনগুলি,
হঠাৎ করে রাজা এসে
দখল করলেন ঘরগুলি৷
হারিয়ে গেলো খুশির দুনিয়া
ভেঙ্গে গেলো ঘর,
ভূতের ছানা হারিয়ে গেলো
ভুতুর হলো ব্যথিত অন্তর।
~ দীপান্বিতা পান্ডে
© Copyright Protected
0 Comments