Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ইঁদুর আর হাতির লড়াই | কলমে ~ একাংশী দাস | নীরব আলো

কদিন একটা ইঁদুর একটা সোনার হার পরে ঘুরতে বেরিয়েছিলো। তখন সেখান দিয়ে একটা হাতি যাচ্ছিলো। হাতিটা শুঁড় দিয়ে ইঁদুরের গলার হারটা নিয়ে নিজে পড়ে নিলো। সে বললো, "এটা আমার হার।"
ইঁদুর বললো, "না, এটা আমার হার, আমাকে দিয়ে দাও বলছি।"
তখন হাতি বললো, "যদি তুমি আমার সাথে যুদ্ধ করে আমাকে হারাতে পারো তাহলে এই হারটা তোমার হবে।"
ইঁদুর রাজি হয়ে গেলো। এরপর ইঁদুর হাতির শুঁড়ে সুড়সুড়ি দিতেই হাতি হাঁচতে লাগলো। হাঁচতে হাঁচতে হাতিটা মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। হাতি হাঁচতে হাঁচতে ইঁদুরকে হারটা ফেরত দিয়ে বললো, "তু -তু -(হাঁচ্চো) তুমি জিতে (হাঁচ্চো) (হাঁচ্চো) (হাঁচ্চো) গেছো ভাই, (হাঁচ্চো) (হাঁচ্চো) তোমার হার ফেরত নাও (হাঁচ্চো)। এবারে প্লিজ (হাঁচ্চো) (হাঁচ্চো) নাকে সুড়সুড়ি দেওয়া (হাঁচ্চো) বন্ধ করো (হাঁচ্চো) (হাঁচ্চো) (হাঁচ্চো)।"

       একাংশী দাস
বয়স - ৬ বছর ১মাস 
শ্রেণী - নার্সারি 'বি'
বিদ্যালয় - সবুজ অবুঝ শিশু অঙ্গন।

© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu