একদিন ভোজ খেয়ে কী ভীষণ কান্না!
আজকাল ভোজবাড়ি তিনি আর যান না
টিভি দেখে নানা পদ করে যান রান্না।
হেসে বলেন, দেখেছেন চুনী আর পান্না,
রসময় গান শোনে- রফি, আশা, মান্না।
খুশি ছাড়া জীবনে তিনি কিছু চান না
হাসি খুশি মনে করে তিনি ঘরকন্না।
ভোর হতে প্রাণায়াম হাসি রাশি বন্যা
গাড়ি ছেড়ে পথে হাঁটে রসময় মান্না
খেতে চান ভালো পদ, অপদ হলে যান না
রসময় গুণ ধরে, করে বেশ রান্না।
গান গায় গুণগুণ, ভুলে গেছে কান্না
হাসি মুখে মন জয় রসময় মান্না।
~ রথীন পার্থ মণ্ডল
© Copyright Protected
0 Comments