সাদার উপর কালো ডোরা, কেমন পিঠের পরে।
খুঁটে খুঁটে খায় সে খাবার দুই থাবাতে ধরে,
যতন করে খেতে থাকে একটু একটু করে।
থাকে না তো একটি জায়গায়, এদিক ওদিক যায়,
কারোর পায়ের শব্দ পেলেই সে দৌড়ে পালায়।
এ গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায় যে চলে,
ছোট্ট প্রাণীটি তাকে সবাই কাঠবেড়ালী বলে।
ছোটো বটে তবু সুন্দর, তার যে আকারখানি,
বিশ্ব মাঝে ছড়িয়ে আছে এ হেন কত প্রাণী।
~ শীলা সোম
© Copyright Protected
0 Comments