শত দুঃখেও আদর ক'রে ভালোবাসে কে?
নিজে না খেয়েও বুকের সুধা ঢেলে দিয়েছে,
তার মতন এত আপন কেউকি কোথাও আছে।
সে তো আমার মা-জননী সদাই আগলে কাছে।
সারা জীবন দুঃখ পেয়েও জীবন সাথী সে,
ভালোবাসার প্রদীপ হয়েই সঙ্গে জ্বলেছে।
জোয়ার ভাটার প্রবল স্রোতেও সে ছিল আপন,
তার মতো আর কে চিনেছে আমার অবোধ মন।
ছোট্টো বেলার খুনসুটিটি যার সাথে মোর খেলা,
তার হাসিতে ঝরতো সোনা কাটত সুখে বেলা।
যে বোনটি না খেলে রে উঠত না মুখে হাত,
যার ডাকেতে খুলত দুচোখ ফুটত আলোর প্রভাত।
বাবা ডাকে উথলে যেত ভালোবাসার বাণ,
কত খুশী হতো রে আমার ঘূণ ধরা এই প্রাণ।
তার সোহাগে ভরতো রে মোর দুঃখের ঘরকন্না,
সে তো আমার হৃদয় টুকরো দুষ্টু মিষ্টি কন্যা।
একই দেহে কন্যা, জায়া, বোন কিম্বা মা
এদের ছাড়া সংসারটা মরুভূমি খাঁ-খাঁ।
এরাই যদি থাকে সুখে পায় রে অধিকার,
তবেই আন্তর্জাতিক নারীদিবস সার্থকতার।
~ কার্ত্তিক মণ্ডল
© Copyright Protected
0 Comments