"নীরব আলো- The Silent Light" পত্রিকা
॥ শারদ সংখ্যা (অক্টোবর) ২০২২ ॥
লেখা পাঠানোর নিয়মাবলি :
১. লেখা মেইল বডিতে বাংলায় টাইপ করে অথবা ডক ফাইলে পাঠাবেন। অন্য কোনো ফরম্যাটে লেখা গ্রহণ করা হবে না।
২. একজন ২টি আলাদা বিভাগে লেখা পাঠাতে পারেন। সর্বাধিক ২টি শিল্পকর্ম গৃহীত হবে। (গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটকের ক্ষেত্রে ১ টি করে)
৩. #শারদ_সংখ্যা এবং নির্দিষ্ট #বিভাগ অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন।
৪. আপনার সক্রিয় মোবাইল নম্বর, সম্পূর্ণ ঠিকানা (ল্যান্ডমার্ক সহ) এবং একটি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই দেবেন।
৫. পূর্বে অপ্রকাশিত লেখা বা আঁকাই কেবল পাঠাবেন। ফেসবুক, অন্য কোনো পত্রিকা, ব্লগ অথবা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে এমন লেখা/আঁকা পাঠাবেন না।
৬. আপনার সৃষ্টিকর্মটি মনোনীত হলে আপনাকে মেইল করে যথাসময়ে জানানো হবে।
আপনার লেখা মেইল করুন– nirobaalo.print@gmail.com
৭. আপনার দেয় সৃষ্টিকর্ম মনোনীত হবার পর ৫০ টাকা শুভেচ্ছা মূল্য দিয়ে একটি বই অগ্রিম বুক করতে হবে ১০ দিনের মধ্যে।
৮. পত্রিকা ছাপা হওয়ার পর ডেলিভারি চার্জ সমেত বাকি ১৫০ টাকা দিয়ে বইটি সংগ্রহ করতে হবে। তবে *অন্য রাজ্যের ক্ষেত্রে অতিরিক্ত ৩০ টাকা ডেলিভারি চার্জ* বহন করতে হবে।
৯. অগ্রিম বুকিং করলেই সৃষ্টিকর্ম মনোনীত হবে এই ধারণা নিয়ে লেখা/আঁকা পাঠাবেন না। আপনার সৃষ্টিকর্ম মনোনীত হলে তবেই বুকিং-এর জন্য যোগাযোগ করা হবে।
১০. মনোনীত হবার পর অগ্রিম বুকিং না করলে আমরা আপনার সৃষ্টিকর্ম পত্রিকায় স্থান দিতে অপারগ থাকব।
১১. পত্রিকাটি পাঠকরাও মূল্য দিয়ে সংগ্রহ করতে পারেন।
বিঃ দ্রঃ -
১. আমরা *সৌজন্য কপি দিতে অপারগ* জেনেই লেখা পাঠাবেন।
২. নিজের ইচ্ছে মত বিষয়ে লেখা/আঁকা পাঠাতে পারেন।
৩. কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এ জাতীয় লেখা পাঠাবেন না।
৪. সব বিভাগের ক্ষেত্রেই শব্দসীমা অনুযায়ী লেখা পাঠাবেন।
৫. লেখা/আঁকা নির্বাচনের ক্ষেত্রে গুণগত মানই বিচার্য। এক্ষেত্রে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
0 Comments