Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

'নীরব আলো' মার্চ ২০২৩ সংখ্যার লেখা আহ্বান


লেখা জমা দেওয়ার অবশিষ্ট সময়


॥ 'নীরব আলো' মার্চ ২০২৩ সংখ্যার লেখা আহ্বান ✏️ ॥

♦️ সম্পূর্ণ বিনামূল্যের মাসিক অনলাইন পত্রিকা। 

 লেখা জমা দেওয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারী, ২০২৩ (রাত ১২টা পর্যন্ত)

:: বিভাগসমূহ ::
* কবিতা (অনধিক ৩০ লাইন)
* অণুকবিতা - অনধিক ৮ লাইন
* কবিতাগুচ্ছ - অনধিক ৮  লাইন করে সর্বোচ্চ ৩ টি
* হাইকু (সর্বোচ্চ ৪ টি)
* পরমাণু গল্প (৮০-১০০ শব্দ) | অণুগল্প (১০০-২০০ শব্দ) 
* ছোটগল্প | গল্প | ধারাবাহিক | নাটক/নাটিকা | কাব্যনাট্য । নাট্যকাব্য।
* উপন্যাস/উপন্যাসিকা (ধারাবাহিক) 
* প্রবন্ধ | ভ্রমণ (কমপক্ষে ২টি ছবিসহ)
* অঙ্কন (ম্যানুয়াল /ডিজিটাল)
* শব্দছক (৭/৭ বর্গছক- উত্তর সহ) 
* কিশলয় ( শিশু কিশোর উপযোগী) - কবিতা, গল্প, অঙ্কন
* পুস্তক পর্যালোচনা | সিনেমা রিভিউ
* ফটোগ্রাফি | ক্যুইজ (উত্তর সহ) 
* উদ্ভাবনী শিল্পকর্মের ছবি ও বানানোর পদ্ধতি
* ক্যালিগ্রাফি | পেনোগ্রাফি
* রেসিপি 

:: English Literature :: 
 *  Prose | Poetry
 *  Short Story | Story | Novel | Essay
 * Calligraphy | Penography | Comics & Many more

☝️ উক্ত বিভাগসমূহ ছাড়া অন্য কিছু দিতে চাইলে অবশ্যই দিতে পারেন।

♦️ ফেব্রুয়ারী সংখ্যা ২০২৩ -এর পাঠক প্রতিক্রিয়া দিতে পারেন অনধিক ৩০০ শব্দের মধ্যে।

•• নিয়মাবলিঃ- 
১. লেখা মেইল বডিতে অথবা ডক ফাইলে শুধুমাত্র বাংলায় টাইপ করে পাঠাতে হবে। 
২.  পূর্বে ফেসবুক, অন্য কোনো পত্রিকা, ব্লগ অথবা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে এমন লেখা/আঁকা পাঠাবেন না।
৩. সর্বাধিক ২টি ভিন্ন বিভাগে লেখা পাঠাতে পারেন। লেখার নির্দিষ্ট বিভাগ অবশ্যই উল্লেখ করবেন।

••• লেখা পাঠানোর ঠিকানাঃ-
ই-মেল 📧 - enirobaalo@gmail.com

ধন্যবাদান্তে-
"নীরব আলো"




Post a Comment

0 Comments

Close Menu