বাবা
সুমিতা চৌধুরী
পিঠে রাখা আলতো হাতে
হাজার আশ্বাস,
বাবা মানে বটের ছায়া,
পথের দিশা, বিশ্বাস।
শক্ত মুঠোয় আঙুল ধরে
পথ চলতে শেখা,
চোখের তারায় স্বপ্ন বোনা,
বর্হিজগৎ দেখা।
বাবা মানে গল্প, খেলা,
যুক্তি-তর্কের দাবিদার।
বাবা মানে নব দিগন্ত,
মুক্তির দরবার।
বাবা মানে মাটির পুতুল,
রং- তুলি, পেনসিল।
অবাক চোখে প্রতিপলে,
অনুকরণের তাল-মিল।
বাবার কথায় শিখলাম
জীবনের মূল-মন্ত্র,
দৃঢ়চেতা মনের হদিশ,
ব্যক্তি স্বাতন্ত্র্য।
মানুষ গড়ার পাঠশালাতে
বাবাই ভাস্কর,
বোধ, চেতনা, মননশীলতার
মনের মাঝের ঈশ্বর।।
0 Comments