বিশ্ব পরিবেশ দিবস
শংকর ব্রহ্ম
আজ বিশ্ব পরিবেশ দিবসে
পরিবেশ কি থাকবে কারও বশে?
কি করে বল তা আর থাকবে
যদি যথেচ্ছ গাছপালা কাটবে?
পরিবেশ কি থাকবে কারও বশে?
কি করে বল তা আর থাকবে
যদি যথেচ্ছ গাছপালা কাটবে?
আমরাই পরিবেশ নষ্ট করছি বেশ এই কথাটা কবে বল আমরা বুঝব পরিবেশ বাঁচাবার মন্ত্র কি তবে তাই আজ এই দিনটার ভিতরই খুঁজব?
শিশুদের জন্য আমরা রেখে যাচ্ছি
একরাশ মিথ্যে প্রতিশ্রুতি
প্রতিযোগিতার ইঁদুর দৌড়, কালো টাকার গোপন মোহ
আর দম-আঁটা যান্ত্রিক জীবন
মাটির সোঁদা গন্ধ, বাতাবি ফুলের ঘ্রাণ
এক্কা-দোক্কা গোল্লাছুট
ওসব আমাদের জন্য ছিল একদিন আজ আর নেই
সে সবুজ প্রকৃতি ধ্বংস করে আমরা আজ বিশ্ব নাগরিক
সব দেখে মনে হয় যেন স্থবিরের দায় নেই কোনও।
0 Comments