Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

বৃক্ষ হনন | অধীর কুমার রায়

বৃক্ষ হনন
অধীর কুমার রায় 

প্রজাপতি মধু আনতে গিয়ে দেখে,
আগেই মধু নিয়ে গেছে মৌমাছি এসে।
আর কোন রেশন ডিলার নেই
ফুল হয়ে বসে।

খাদ্য-সংকট, দুর্ভিক্ষ,অনাহার
এখন নিত্য সঙ্গী ওদের।

মানুষের অবিচারে বৃক্ষ হনন
দুর্ভিক্ষের কারণ।

মানুষের পাপের ফলে
কীট-পতঙ্গ,পশু-পাখি
ভবিতব্য অবাধ....।
যমরাজ কড়া নাড়ে
দুয়ারে সবার।

Post a Comment

0 Comments

Close Menu