Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

বাঁচাব ঠিক প্রাণ | কালনিশা

বাঁচাব ঠিক প্রাণ
কালনিশা

চারিদিকে কত গাছ, 
চেয়ে দেখো না কী?
আম, জাম খাস
আমায় কাটতে চাস, ছি! 

আমি দিই ফল, 
আর মখমলে ঠান্ডা বাতাস। 
তবুও তোদের ছল, 
আমায় মারবি তোরা, মট্টাস!

দিন আসবে আমার, 
দেখবি কত মনে পড়ে। 
তখন লাগাস আবার? 
বাঁচাব ঠিক প্রাণ, নড়ে! 

Post a Comment

0 Comments

Close Menu