আমার বাবা
দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ
বাবা আমার জীবন্ত ঈশ্বর
বাবা মানেই সব কিছুতেই আমার অধিশ্বর ৷
বাবা মানেই প্রাণের আরাম বাবা মানেই নিশ্চিন্তের ঘুম,
বাবা মানে ধরার হাত
বাবা মানে চারিদিকে লোহার কপাট ৷
বাবা মানে মাথার উপর ঠান্ডা ছায়া জীবন টাকে সুন্দর ভাবে বয়ে নিয়ে যাওয়া ৷
সমস্যার বেড়াজালের বাইরে আসার পথ,
বাবা মানেই জীবনে হাজার কর্তব্যের শপথ ৷
বাবা মানে সূর্যের তেজ চাঁদের আলো দেখতে লাগে ভীষণ ভালো ,
আমার বাবা আমার কাছে জীবনের উজ্জ্বল আলো |
সবার বাবা ই সবার কাছে খুব খুব ভালো ৷
বাবার তুলনা বাবা ই অদ্বিতীয় এই পৃথিবীতে,
তার তুলনা চলে না অন্য কোনো কিছুর সাথে ৷
ধন্য আমি বাবার মতো বাবা পেয়ে ,
আর্শিবাদের ঝুলি খানি আছে আমার মাথায় ছেয়ে ৷
0 Comments